সিরাজগঞ্জে শীতের শুরুতেই ফুলগাছ কিনতে ভিড় করছেন অনেকেই। বিক্রেতারাও ভ্যান গাড়িতে করে ঘুরে ঘুরে দেশি-বিদেশী বিভিন্ন প্রজাতির ফুলের চারা বিক্রি করছেন। শীতের মৌসুমি বাড়ির শোভা বাড়াতে গাছ কিনতে ভিড় করতে দেখা যাচ্ছে নানা বয়সী মানুষদের। স্থায়ী ফুলের দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে বসেছে ফুলের অস্থায়ী দোকান।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে শহরের চৌরাস্ত প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় গাছগুলো ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তবে কিছু ফুল গাছের দাম আরও বেশি। সাধারণত বিক্রি হচ্ছে গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেজেনিয়া, জারবেরাসহ বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল। শীতের মৌশুম পড়তেই চারা কেনার হিড়িক পড়েছে শহরের প্রতিটি দোকানে।
ফিরোজ নামে এক ফুলগাছ বিক্রেতা জানান, শীতের মৌসুমে পৌষ, মাঘ ও ফাল্গুন মাসজুড়ে চলে ফুলের চারা বেচা-বিক্রি। বিভিন্ন হাটে অনেক মৌসুমি ব্যবসায়ী চারা বেচা-বিক্রি করে বাড়তি আয় করেন। অনেক ফুল চাষী নিজেদের নার্সারীতে চারা উৎপাদন করে হাটে বিক্রি করেন। অনেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুলের চারা সংগ্রহ করে ঘুরে ঘুরে বিক্রি করেন। শহরের মোড়ে মোড়ে ভ্যানে করে ফুলের চারার আকর্ষণীয় পসরা সাজিয়ে বিক্রি করছেন।
সীমা নামে এক ক্রেতা জানান, বাড়ির সৌন্দর্য বাড়াতে ফুল গাছ লাগিয়ে থাকি। তিনি প্রায় সারা বছরই গাছ কিনেন তবে শীতের সময় ভালো মানের ফুলগাছ পাওয়া যায়। ফুলগাছ সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের জন্যও ভালো।
আ. দৈনিক/ কাশেম/নজরুল