টেস্ট সিরিজের মত ওয়ানডে সিরিজও শুরু হলো টাইগারদের হার দিয়ে। প্রায় তিনশ রান করেও সিরিজের প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ।। তাই সিরিজে ফিরতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওয়ার্নার পার্কে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডেটি।
প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা হয়েছে। নতুন করে কৌশল নির্ধারণও। একাদশে আসতে পারে পরিবর্তন। ছয় বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাষণ করছে বাংলাদেশ। অন্তত ওয়ানডে ক্রিকেটে। শেষ চার সিরিজ টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবিয়রা।
কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। তিন ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টায় জিততেই হবে সফরকারীদের। একই মাঠ। সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। একই পিচও বটে। ব্যবহৃত উইকেটে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি।
একাদশেও পরিবর্তন আসা নিশ্চিত। তিন পেসার তাসকিন, তানজিম সাকিব ও নাহিদ রানা তিনজনই ডানহাতি। একই ধরণের গতিকে প্রাধান্য দিয়ে বল করে। তাই বৈচিত্র আনতে হাসান মাহমুদ ও শরিফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার।
এর বাইরেও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের ফেরার সম্ভাবনা রয়েছে। কেননা, প্রথম ম্যাচে স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি থাকার পরও এই বোলিং বিভাগই ভুগিয়েছিল বাংলাদেশকে।
তিন ব্যাটারের হাফ–সেঞ্চুরিতে প্রথম ম্যাচে ৬ উইকেটে ২৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছিলো বাংলাদেশ। জবাবে শেরফানে রাদারফোর্ডের সেঞ্চুরিতে ১৪ বল বাকি রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। রাদারফোর্ড ৮০ বলে ১১৩ ও অধিনায়ক শাই হোপ ৮৬ রান করেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, জাকের আলী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
আ. দৈ./ সাধ