সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর একাধিক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা রোববার (৮ ডিসেম্বর) এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া ও অধিকৃত অঞ্চলের সীমান্তের দিকে অগ্রসর হতে না পারে, তা নিশ্চিত করা।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তাদের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্যারাট্রুপার ও কমান্ডোদের সঙ্গে ব্রিগেড-৯৮ মোতায়েন করেছে।
এর আগের খবরে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংকগুলো অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে।
তারা আরও জানায়, ট্যাংক নিয়ে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা অঞ্চলে ব্যাপকভাবে প্রবেশ করেছে।
সিরিয়ায় এইচটিএস নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো আরব দেশটির রাজধানী দামেস্ক দখল করার পর বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য অঞ্চলের কেন্দ্রস্থলে রাশিয়া ও ইরানের প্রভাবকেও বড় ধাক্কা দিল। এই দুই দেশ আসাদের প্রধান মিত্র, যারা সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে সমর্থন করে আসছিল।
বিদ্রোহীরা বলছেন, 'আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্তি এবং তাদের শিকল মুক্ত করার এবং কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণার সংবাদ উদযাপন করছি।' তারা সিরিয়ায় পূর্ণ নির্বাহী ক্ষমতাসম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে।
আ. দৈ./ সাধ