ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাসারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে অত্র বিদ্যালয়ের চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বক্তব্য জানান, পূর্বে স্যারের কাছে আমরা বিভিন্ন আবেদন দিয়েছিলাম কিন্তু এই পর্যন্ত তিনি আবেদনের পদক্ষেপ নেননি। স্কুল ফান্ডের টাকা নয় ছয় করায় তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার ছেলেকে দিয়ে আমাদের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে আহত করেছে। আমরা অবিলম্বে স্যারের পদত্যাগ চাই এবং তার ছেলে আমাদের উপর যে হামলা চালিয়েছে তার বিচারের জোর দাবি জানাই।
মিছিলের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, তোমরা সবাই শান্তিশৃঙ্খলা মতো বিদ্যালয়ে ফিরে যাও। আমি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।
আ. দৈ. /কাশেম / রানা