কর্মক্ষেত্র-সময়ের দাবি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ২৩ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র্যালি পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জের সভাপতি নওশের আহম্মেদ তামান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, গণপূর্ত সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত ই/এম উপ-বিভাগ, সিরাজগঞ্জের মোঃ শাহাদৎ আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আ. দৈ. /কাশেম / নজরুল