অন্তর্বর্তীকালীন সরকারে ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি এবং ছাত্র-জনতার সঙ্গে আলোচনা না করে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে পৌর শহরের মুজিব সড়কস্থ চৌরাস্তা মোড়ে এক বিক্ষোভ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল ইসলাম সেজান, এর সভাপতিত্বে বিক্ষোভে সমাবেশে এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী, সালমান জোয়ারদার, ঈশান, মুশফিকসহ নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভে নেতৃবৃন্দগণ বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। কিন্তু এই ছাত্র-জনতার অংশীদারিত্ব বিহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। সমাবেশে সমন্বয়কেরাআরো বলেন, শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ না হলে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।
আন্দোলনে জীবন দেওয়ার পরও কেন এ অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার? শুধু কি চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকাসহ দক্ষিণ অঞ্চল থেকে উপদেষ্টা খুঁজে পাওয়া যায়, রংপুর-রাজশাহী বিভাগ থেকে কেন উপদেষ্টা রাখা হচ্ছে না? কাদের ইশারায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসাবে পরিচিত ও বিতর্কিতরা উপদেষ্টা হচ্ছেন। আর কারাই বা রাজশাহী পেছনে ফেলে রাখার ষড়যন্ত্র করছেন।
আ. দৈ. /কাশেম/নজরুল