কর্মসংস্থান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ আয়োজনে ময়মনসিংহ অঞ্চলের উদ্যোক্তাগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ঝচঈঝঝঊঈচ এর পরিচালক কাজী তামান্না হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান-এর সভাপতিত্বে অংশগ্রহণকারীদের নিয়ে লার্নিং সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, স্পেসিসিপি এর অতিরিক্ত পরিচালক রোজিনা আক্তার মুস্তাফী ও উপপরিচালক মো. মেহেদী হাসান সোহাগ।
সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের সাথে ঝচঈঝঝঊঈচ কর্মসূচি বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। অতিথিবৃন্দ আগত উদ্যোক্তাগণের এ কর্মসূচির সুবিধা/অসুবিধা বিষয়ে অবগত হন এবং যথাযথ পরামর্শ প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুযোগ কাজে লাগিয়ে অধিক পরিমাণে উদ্যোক্তাগণকে আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যাংকের সার্বিক কর্মপরিবেশ উন্নয়নসহ গ্রাহক সেবার মানোন্নয়নের ওপর আলোকপাত করেন। এছাড়াও তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে গ্রাহক সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম / রমজান