দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বুধবার ৮১ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
প্রকৃত লিড এসেছে শুধু সংখ্যাতেই, যা আফ্রিকান ক্রিকেটারদের জন্য কোন বিষয় নয় । মিরপুর টেস্টের বৃষ্টি বিঘ্ন ও আলো স্বল্পতার তৃতীয় দিন শেষে এ পর্যন্তই বহাল থাকে। এদিন গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। যাকে এই সিরিজে পাওয়া নিয়েও সন্দেহ ছিল।
তিনি জানান, তারা পাকিস্তানের মাটিতে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরিস্থিতি থেকে জয় পেয়েছেন। এই টেস্টেও তারা জিততে চান।
তিনি মনে করেন আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ভালো খেললেও এখান থেকে ২০০ রানের লিড পাওয়া এখনো সম্ভব। যদিও আজ বৃষ্টি বাংলাদেশের হয়েই কথা বলেছে, তবে আগামীকাল তা বাধা হয়ে দাঁড়াবার সম্ভাবনা করেও রেখেছে।
মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে অপরাজিত আছেন। চলমান ২০২৩-২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে একাধিক রেকর্ড ছুঁয়েছেন মিরাজ। আজ বুধবার তিনি ছুঁয়েছেন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি শীর্ষ উইকেট সংগ্রাহকের খেতাব। আগামীকাল তিনি টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরিও দেখে ফেলতে পারেন। সেই সাথে ম্যাচে টিকে থাকার আশাও।
তবে মিরপুরের পিচকে সঠিকভাবে উপলব্ধি করা কেশাভ-রাবাদারাও অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের ইনিংস শেষ করার। সেক্ষেত্রে সম্পূর্ণটুকু নির্ভর করবে হাসান-তাইজুলদের উপরই। যারা জানিয়েই দিয়েছিল দ্বিতীয়দিন শেষে ২০০ রানের লিডে জিতবে বাংলাদেশ। যদিও সকলেই বিশ্বাস করছেন তবে খেলা কোনদিকে গড়াবে তা কাল আবহাওয়াই পরিষ্কার করে দেবে।
আ.দৈ/এআর/এমএমএস