লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার শহীদ ওসমান গণি চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেব একটি পোস্ট দিয়ে জানান, শহীদ ওসমান গণি চত্বরের ব্যানার ছিড়ে ফেলা মানে আমাদের শহীদদের অপমান করা। সেই পোষ্টে বেঁধে দেয়া সময়ে মাঠে নামে ছাত্ররা। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো রায়পুর শহর।
জানা যায়, গত ৪ আগষ্ট হাসিনা সরকারের পতনের আগে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী একেএম সালাউদ্দিন টিপুর ছোঁড়া গুলিতে প্রাণ হারান ওসমান। তার মৃত্যুর দিনেই রায়পুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরের নাম পরিবর্তন করে- শহীদ ওসমান গণি চত্বর নামকরণ করে ছাত্রজনতা।
নামকরণের দিন কয়েকের মধ্যেই শহীদ ওসমানের ছবিসহ একটি ব্যানার টানায় রায়পুরবাসী। সম্প্রতি গত রোববার (২১ অক্টোবর) গভীর রাতে সেই ব্যানারটি ছিঁড়ে নেয় কতিপয় দুষ্কৃতকারী। ছাত্রদের দাবী, আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘটিয়েছে এই কান্ড।
স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচারের দাবিও জানানো হয় এই সমাবেশে। সমাবেশের শুরুতে শহীদ চত্বর থেকে রায়পুর বাসস্ট্যান্ড হয়ে বিশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্ররা।
সমাবেশে দেয়া বক্তব্যে ছাত্র প্রতিনিধিদের একজন রাকিব হোসেন বলেন, শেখ হাসিনাসহ তাদের দোসরদের পাশবিকতার বিচার চাই। আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। হত্যার পরও থেমে থাকেনি আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা। রায়পুরের শহীদ ওসমান গণির নাম মুছে দিতে তার নামের নামফলক ছিঁড়ে নিয়েছে। আমরা তার প্রতিবাদে বিক্ষোভ করেছি।
ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেব বলেন, আমরা খুনিদের বিচার চাই। অন্যায়ের বিচার চাই। আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হোক। তাছাড়া সমাবেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিও করেন শিক্ষার্থীরা।
আ. দৈ. /কাশেম /জিহাদ