গাড়ি চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুরে ১০ নম্বর গোল চত্ত্বর সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস্ন স্টেশনের সামনে পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম মারা যায়। তার স্বামী নাম মিন্টু গাজী । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মহান বিজয় দিবস উপলক্ষে রাত্রিকালীন বিশেষ পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে জীবন দিলেন নিরীহ এই পরিছন্নতা কাজের কর্মী। এই খবরে মূহূর্তের মধ্যে পুরো ডিএনসিসিতে নেমে আসে শোকের ছায়া। রাস্তা পরিস্কার করতে গিয়ে গাড়ি চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিষাদের ছায়া।
ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বেনজির আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, নগরীর রাস্তা পরিস্কার রাখার জন্য আর্বজনা সরানো এবং ঝাড়ু দিয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম মৃত্যুবরণ করেন। ডিএনসিসির অঞ্চল ০২ ওয়ার্ড এবং ০৭ নম্বর ওয়ার্ডের ওই রাস্তা পরিস্কারের কাজে নিয়োজিত ছিরেন পরিচ্ছন্নতা কর্মী শানু বেগম। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সোহরাওয়াদী হাসপাতলে ময়না তদন্তের কাজ চলছিল।
এদিকে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই).পিএসসি. বিএন "আজকের দৈনিক পত্রিকাকে" প্রথমেই গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্ত্বার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। বর্তমানের বিশ্বের অনেক দেশেই আধুনিক যন্ত্রাতির ব্যহার করে রাস্তার আর্বজনা ও ধুলাবালি পরিস্কারের ব্যবস্থা রয়েছে। রাতের বেলায় রাস্তায় পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্টেদের নিরাপত্তা জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, গভীর রাতে পরিছন্ন কর্মীগণ সড়কের সারফেস হতে ঝুঁকিপূর্ণ ভাবে ময়লা পরিষ্কার করে। প্রায় দেখা যায় সড়ক দুর্ঘটনায় পরিছন্ন কর্মীদের মূত্য হয়। - জীবনের বিনিময়ে সড়ক পরিষ্কার বেমানান। ব্যস্ততম সড়কে পরিচ্ছন্নতার কাজ যান্ত্রিক ভাবে রোড সুইপার বাহনের মাধ্যমে কাজ করা হলে এই ধলনের দূর্ঘটনা কমবে।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ডিএনসিসি থেকে চেষ্টা করা হবে, ওই পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার। আলোচনার মাধ্যমে ওই পরিবার থেকেই কাউকে ডিএনসিসিতে চাকরি ব্যবস্থা করা হবে।
আ. দৈ./ কাশেম