সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য
রায়পুর উপজেলা স্বাস্থ্যের উন্নয়নে টাকা ও জনবলের অভাব
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর,
Publish: Saturday, 19 October, 2024, 6:05 PM  (ভিজিট : 118)

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা বেহাল দশায় রয়েছে । প্রায় ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। জনসংখ্যা বিবেচনায় নাজুক হাসপাতালটির সেবাদান কার্যক্রম। ২০২২ সালে প্রকাশিত জন শুমারি ও গৃহ গণনা তথ্যমতে, রায়পুরে ৩ লাখ ১৩ হাজার ৬৫৯ জন মানুষের বসবাস। বিশাল এ জনসংখ্যার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানটিকে। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষ। 

হাসপাতাল সূত্র জানায়, জনবল সংকট চরমে। প্রায় দীর্ঘ ১০ বছর অনুপস্থিত রয়েছেন দুই চিকিৎসক। নথিপত্র দেখে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেটিক) ডা. আবুল কাশেম মো. মহিউদ্দিন ২০১৫ সালের মে মাসের ৫ তারিখে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তিনি যোগদানের প্রায় ৬৯ দিন পর একই বছরের ১৩ জুলাই অনুমতি না নিয়ে বাড়িতে গিয়ে আর ফিরে আসেননি। 

ঘটনাটির প্রায় ৪৯ দিন পর ডাঃ কাজী সামসুদ্দোহা নামের আরেক কর্মকর্তা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। তিনি ২০১৪ সালের ২০ নভেম্বর রায়পুরের সাইচা উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হিসেবে করেন যোগদান। পরের বছরের (২০১৫) ১লা সেপ্টেম্বর তিনিও ছুটি না নিয়ে বাড়ি গিয়ে আর ফিরে আসেননি। গত প্রায় দশ বছরে তারা কর্মস্থলে ফেরেননি।  কোথায় আছেন, কী করছেন সেটির তথ্যও নেই জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও জবাব দেননি তারা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। হাসপাতাল সূত্র আরো জানায়, চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নূরউদ্দিন নয়নের ডিও লেটার নিয়ে ৬ জন চিকিৎসক চলে গেছেন জেলা সদর হাসপাতালে।

প্রয়োজনীয় ওষুধ বরাদ্দেও পড়েছে যেন ভাটা- চলতি অর্থ বছরে তিন লাখেরও বেশি জনসংখ্যার সেবা নিশ্চিতে কাজ করা এ হাসপাতাল সর্বমোট ১ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। গড় হিসেব করলে জনপ্রতি ওষুধের বরাদ্দ বছরে মাত্র ৪২ টাকা পড়েছে। আবার এই ৪২ টাকার ঘরেও প্রায় ২৪ পয়সা রয়েছে কম। গাণিতিক হিসেবে জনপ্রতি ওষুধের বার্ষিক বরাদ্দ হয়েছে ৪১ টাকা ৭৬ পয়সা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দ ছিলো জনপ্রতি প্রায় ৩৪ টাকা। সে হারে গত প্রায় দুই অর্থ বছরে জনপ্রতি ওষুধের বরাদ্দ বেড়েছে মাত্র ৭ টাকা ৭৬ পয়সা বা প্রায় ৮ টাকা।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তিনবেলা খাবারের বরাদ্দ (ভ্যাটসহ) প্রায় ১৭৫ টাকা। অভিযোগ উঠেছে, এ টাকার খাবারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন জয়তন বানু বলেন, খাবার যা দেয় তাই খেতে হয়। আমরা গরীব মানুষ। যেসব রোগীদের টাকা আছে তারা বাইরে থেকে খাবার কিনে খায়। আমরা কিনতে পারি না। 

খাবার, ওষুধের সমস্যা ও সংকট ছাড়াও চিকিৎসক সংকটের বিষয়টি দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। জানা যায়, হাসপাতালে গাইনি, অর্থোপেডিক সার্জন, অ্যানেসথেসিয়া, চক্ষু ও ইএনটি, চর্ম ও যৌন বিশেষজ্ঞের পদ শূন্য রয়েছে। চিকিৎসক না থাকায় অনেক রোগীকে যেতে হচ্ছে জেলা সদরে। মোটামুটি আর্থিক সামর্থ্য যাদের আছে তারা যাচ্ছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে।

এসব সংকটের পাশাপাশি হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২৪টি এবং চতুর্থ শ্রেণির ২৭ পদসহ ৫১টি পদের মধ্যে ৪১টি পদই রয়েছে শূন্য। সেবিকার ৩০টি পদ থাকলেও শূন্য রয়েছে ১৪টি। ১০টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার সকল পদও দীর্ঘ সময় ধরে শূন্য রয়েছে। এ কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উপজেলার ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা কার্যাক্রম। 

চিকিৎসকের পরামর্শ শেষে ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতাল থেকে সরকারি প্রায় ৩ পদের ওষুধ গ্রহণ করে আবদুল করিম নামে এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক বলেন, ভাতিজাকে নিয়ে এসেছি। আগে জানা ছিলো না রায়পুরের মানুষের জন্য জনপ্রতি ৪২ টাকার ওষুধ বরাদ্দ করা হয়েছে। আজ জানলাম। এ পরিমান খুবই কম। চিকিৎসা খাতে সরকার আরো বেশি নজর দেয়া জরুরি। এক বছরে জনপ্রতি ৪২ টাকা বরাদ্দ শুনে শুধু অবাকই নন রীতিমতো ভূত দেখার মতো অবস্থা হয়েছে আমার।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বাহারুল আলম বলেন, ওষুধে আইইডিসিআর (রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) বহন করে ৭২ লাখ টাকা বাকি প্রায় ৫৯ লাখ টাকা এমএসআর ট্রেন্ডারের মাধ্যমে সরবরাহ করে। চিকিৎসক সংকটও রয়েছে। সংকট নিরসনে চাহিদাপত্র ও চিঠি বহুবার দেয়া হয়েছে। খাবারের মান জোরদার করতে আরএমওকে বলবো।

আ. দৈ. /কাশেম/জিহাদ
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
স্বাস্থ্য- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝