ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে এক কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগ এবং সম্পদের বিবরণী দাখিল না করায় ‘নন সাবমিশন’ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় সংশ্লিষ্ট দপ্তওে শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি আরো জানান, দুদকের পক্ষ থেকে গত ১০ জুলাই অভিযুক্ত মাদারীপুর-২ এর সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ঐশী খান স্বামী-তানভীর হাসানের ঠিকানা-৫৪৯ শেখ হাসিনা সড়ক ,হরিকুমিরিয়া, মাদারীপুর সদরস্থ বাসার গেইটে সম্পদের নোটিশ পৌছাণো হয়েছে। অভিযুক্তরা বাসায় না থাকায় লোকজনের সামনে নোটিশটি টানিয়ে দেওয়া হয়। অদ্যাবদি ওই নোটিশের আলোকে সম্পদের হিসেব দাখিল করা হয়নি। যারফলে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, দুদকের পক্ষ থেকে গত ২ ফেব্রুয়ারি (রোববার) সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকয়া বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও শাজাহান খানের ছেলে মো. আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়ে ঐশি খান ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়ায় তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।
আ. দৈ./কাশেম