বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন নির্বাহী পরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ ভুক্ত নির্বাহী পরিচালক পদ থেকে নির্বাহী পরিচালক (গ্রেড-১) পদে পদোন্নতি পান।
খুলনার কৃতি সন্তান মো. আমজাদ হোসেন খাঁন ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে জেআইবিবি ও ডিআইবিবি সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন। এছাড়া তিনি আইবিবির নিয়মিত পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের অপারেশনাল ইস্যু থেকে শুরু করে পরিবেশগত উন্নয়নে অনবদ্য ভুমিকা রাখেন। এছাড়া অন্তর্বর্তী ও আন্তঃঅফিসিয়াল বিভিন্ন জটিলতা সমাধানেও তার অবদান অনস্বীকার্য।
চাকরিজীবনের বিভিন্ন সময়ে তিনি খুলনা অফিস, বরিশাল অফিস, প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট এসএমএপি প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত গৃহায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে ওই কার্যক্রমের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব হিসেব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন। তিনি রোটারিয়ান পল হেরিস ফেলো (পিএইচএফ)। এছাড়া তিনি সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন স্যুটিং ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। মো. আমজাদ হোসেন খাঁন মধুসূদন ডিবেট ফেডারেশন, যশোরের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।