চলচ্চিত্রে চরিত্র ফুটিয়ে তুলতে তারকাদের কখনো কখনো ঝুঁকিপূর্ণ দৃশ্যেও অংশ নিতে হয়। এমনই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
ঢাকার বাইরে ‘মালিক’ সিনেমার শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পরিকল্পনা ছিল—শরীরের নিচের অংশে সামান্য আগুন ছুঁয়ে যাবে, আর শুভ অভিনয়ের মাধ্যমে দৃশ্যটিকে বাস্তব করে তুলবেন। কিন্তু ক্যামেরা ঘোরার পর পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের শিখা হঠাৎ উঠে গিয়ে শুভর পায়ে লাগে, কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় তার পায়ের কিছু অংশ।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। তীব্র তাপে কাঁপলেও হাল ছাড়েননি। তবে আগুন থামছিল না—ক্রমে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ছুটে আসেন ইউনিটের সদস্যরা; দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে শুভর পা দগ্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু শুভ জেদ ধরে দাঁড়িয়ে যান—প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরে আসেন ক্যামেরার সামনে। ইউনিটের সদস্যদের ভাষ্যে, সেদিনের শুটিং শেষ না করে ফিরতেই চাননি তিনি। এমনকি পায়ে ক্ষত নিয়েও এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই তারকা।
দুর্ঘটনা নিয়ে পরিচালক আনুষ্ঠানিকভাবে কিছু বলতে না চেয়েও জানান, সবকিছু নিয়েই সতর্কতা ছিল; তবু অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।