ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবস্থিত ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ছয়ফুল্লাকান্দি বাজার শাখার উদ্যোগে অক্টোবর ও নভেম্বর ২০২৫ মাসের “সেরা বৈদেশিক রেমিটেন্স গ্রাহক সম্মাননা অনুষ্ঠান” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ইস্কান্দার আলী ফকির। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং রেমিটেন্স গ্রাহকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদেশে অবস্থানরত প্রবাসী আয় প্রেরণকারীদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। বক্তারা রেমিটেন্স প্রেরণকারীদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং ন্যাশনাল ব্যাংকের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য রেমিটেন্স সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।