বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
অপরাধ
ছাত্রদলের সাবেক নেতার স্ত্রীর মামলায় হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক :
Publish: Thursday, 4 December, 2025, 4:51 PM  (ভিজিট : 23)

রাজধানীর মিরপুরে  ছাত্রদলের সাবেক নেতা ও  ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামীম পারভেজ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদন্নবী  গণধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসআই মাহমুদন্নবী জাগো নিউজকে বলেন, আগামী ২৯ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ ও আইনজীবীরা এই শুনানিতে উপস্থিত থাকবেন।

বাদী জান্নাত আরা ফেরদৌসের স্বামী মোহাম্মদ শামীম পারভেজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন। শামীম পারভেজের রাজনৈতিক অবস্থানের কারণে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বাদীর বাড়িতে হামলা চালানো হয়।

এ সময় শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে অপর আসামিরা ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে প্রতিটি ফ্ল্যাটের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনায় ২২টি ল্যাপটপ, ১৭টি স্মার্টফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ নয় লাখ টাকা লুট করা হয়। এছাড়া নাবালকসহ ৫৪ জন ভাড়াটিয়াকে আটক ও মারপিট করা হয়।
মামলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ, মিরপুর এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন শেখ হাসিনা, মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা দেওয়ান আব্দুল মান্নান (৬২), মীর জসিম উদ্দিন (৬০), তৌহিদুল ইসলাম খান শিপলু (৩১), এস.এম কিবরিয়া পিয়াস (৩৭), মোঃ মামুন মিয়া ওরফে শাহজাহান (৪১), মনসুর আলী (৪৬), ইসলাম ওরফে নিক্কন (৫১), ধামম্মাদ নুরুল হক (৫৮), আব্দুল হামিদ ওরফে লিটন ওরফে বগা লিটন (৪৮), বিপুল পাটোয়ারী (৩৬), মোঃ মিজানুর রহমান আখন (৪০), জিয়াউল হাসান জিয়া (৩৩), মোঃ শহিদুল ইসলাম রজব (৪০), আনোয়ার হোসেন আনু (৪১), ইয়ানুহা চৌধুরী (৪৫), এম. আয়নাল আহামেদ (৫৬), জালাল দেওয়ান (৫০), মোঃ সাঈদ ইকবাল ওরফে ভাস্কর (৩২), মোঃ সামসুল হক (৬৪), মোঃ ইসমাইল হোসেন সিরাজী প্রধান (৬৫) ও মোঃ আনোয়ার হোসেন (৪৮)।

মামলার অভিযোগ সম্পর্কে এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, বিষয়টি শুধু সম্পত্তি লুটপাটের মামলার বাইরে রাজনৈতিক প্রভাবকেও প্রভাবিত করেছে। মামলার ব্যাখ্যা অনুযায়ী, বাদীর পরিবার রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদন্নবী বলেন, অভিযোগপত্রে নির্দেশ করা হয়েছে, এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং সাবেক রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততা রয়েছে। এই প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

বাদী জান্নাত আরা ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘২০১৪ সালে বাড়িতে হামলার পর আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগেছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ব্যবসা ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন আমরা ন্যায়বিচার চাই।’

আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাতের শেষভাগে লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে
বিকাশের কন্টাক্টলেস এনএফসি পেমেন্টে কেনাকাটা হবে আরো দ্রুত ও নিরাপদ
নির্বাচনের তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
ছাত্রদলের সাবেক নেতার স্ত্রীর মামলায় হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে আটুলিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ কমার্স ব্যাংক ও এফএসিডি-সিএবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিষদ, বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ দোয়া
জাতির অভিভাবক 'বেগম জিয়ার’ দ্রুত সুস্থতা কামনায় ডিএনসিসিতে দোয়ার অনুষ্ঠান
মেহেরপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝