সোমবার, ১ ডিসেম্বর ২০২৫,
১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
অপরাধ
বনানীতে মাসোহারায় চলছে স্পা ও শিশা বার
নিজেস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 26 November, 2025, 4:59 PM  (ভিজিট : 151)

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন  বিরুদ্ধে মোটা অংকের মাসিক  ঘুষের বিনিময়ে আইন, নিয়ম বা বিধি দ্বারা অনুমোদিত নয় স্পা ও শিশা বার পরিচালনার সহযোগীতার অভিযোগ পাওয়া গেছে।  স্পা ও শিশা বার   ব্যবসার আড়ালে মাদক বাণিজ্য ও অসামজিক কার্যকলাপ  পরিচালিত হচ্ছে রাজধানীর অভিযাত এলাকায়। 

টাকা উদ্ধার ও জমি সংক্রান্ত বিষযগুলো পুলিশ সদর দপ্তর এর কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও মামলার ভয় দেখিয়ে থানায় আটকে রেখে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ায়ার অভিযোগ  পাওয়া গেছে তার বিরুদ্ধে।

এছাড়া কড়াইল বস্তির মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করার অভিয়োগও অনুসন্ধানে বেরিয়ে আসছে।  সন্ধ্যা বা দিনের বেলায় কড়াইল বস্তির  স্পটেগুলোতে মাদক বেচাকেনা চলে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সময় ভালো পোস্টিং থাকলেও রাতারাতি ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ার অভিয়োগ পাওযা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সুত্র জানায়, বনানী ‘৩৬০ ডিগ্রি সিসা লাউঞ্জে’ ছাড়াও কিউডিএস, 32 ডিগ্রী, সেলসিয়াস, আরগিল লাউন্জ, এস্কেটিক লাউঞ্জ নামে কয়েকটি অর্বৈধ্য শিশা বারের রয়েছে।রাজধানীতে সিসা বারের আড়ালে হরহামেশা চলছে ভয়ংকর মাদক সেবন। মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন প্রকারের ব্যবহার হয় এসব বারে। ধনীর দুলাল-দুলালিরা রাত গভীর হলেই বিনোদনের জন্য এসব সিসা বারে ভিড় করে। সেখানে চলে অসামাজিক কার্যক্রম। 

বনানী ‘৩৬০ ডিগ্রি সিসা লাউঞ্জে’ এর রাহাত হোসেন রাব্বী নামের ইন্টারনেট ব্যবসায়ী হত্যা হওয়ার পর এ কে এম মঈন উদ্দিনের "ভাগ্য খুলে যায়। প্রভাব খাটিয়ে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন  মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব নিয়ে দেয়। এরপর সবগেুলো অবৈধ্য সিসা বার গুলোতে মাসিক  মাসোয়ারার রেট  দিগুন করে দেয়। অভিযোগ রয়েছে প্রতিটি সিসা বার থেকে মাসে তিন থেকে চার লাখ ঘুষ নেন তিনি। 

সিসা বার সুত্রগুলা জানিয়েছে, মঈন উদ্দিন ঘুষের টাকাগুলো তার "টাকাগুলো তার উর্ধতন কর্মকর্তাদের নাম করে নিয়ে আসে। বনানীতে রয়েছে কয়েকটি স্পা সাভিৃস সেগুলো হল আলোরী স্পা প্রিমিয়াম, স্পা সারিনি ও থাই ম্যাসেজ, হ্যাপি হাওয়ার স্পা, বনানী স্পা, ব্লিস স্পা বনানী, ঢাকা বডি কুইন স্পা, সাভিৃস এন্ড বডি ম্যাসেজ স্পা, গুলশান রোজ স্পা, জি স্পা বনানী সিন্গেচার ওয়ান ওয়ে থাই স্পা, স্পা এন্ড স্পা গুলোতে চলে অসামাজিক কার্যক্রম। সবগুলো  স্পার নেই কোন অনুমোদন। এ কে এম মঈন উদ্দিন  মাসিক  মাসোয়ারার নিয়ে অসামাজিক কার্যক্রম চালনোর অনুমোদ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্পাগুলো থেকে মাসে  চার লাখ টাকা  ঘুষ নেওয়ার অভিয়োগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, বনানীর একাধিক স্পা সেন্টার ও শিশা বার ব্যবহার করে  একটি মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই অবৈধ ব্যবসায় অল্প বয়সী তরুণীদের ব্যবহার করা হয় বলেও জানা যায়।  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)’র সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানবপাচার অপরাধের মামলায় গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার ঘটনায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইজিপিকে যথাযথ ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছেন আদালত। 


অভিয়োগ পাওয়া গেছে মোটা অংকের ঠাকার ঘুষের বিনিময়ে এ কে এম মঈন উদ্দিন  তাকে ছেড়ে দেয়।  তার বিরুদ্ধে পুলিশের উদ্ধতন অফিসারদের কথা অমান্য করা অভিযোগও পাওয়া গেছে।  (১৩ নভেম্বর) এ বিষয়ে তাকে আদালতে তলব করা হলে ঘটনা স্বীকার করে লিখিত ও মৌখিকভাবে আদালতে ক্ষমা চান ওসি মো. রাসেল সরোয়ার।

মামলাবাণিজ্য, বিচারপ্রার্থীর সঙ্গে খারাপ আচরণ, হুমকি-ধামকি দিয়ে টাকা আদায়সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে থানায় আটকে রেখে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াসহ মাদক কারবারিদের কাছ থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ করেন তারা। তাকে দ্রুত অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

আ.দৈ/আরএস

   বিষয়:  বনানী   মাসোহারায়   চলছে স্পা   শিশা   বার   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এবার হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন শুনানি ৫ জানুয়ারি
দেশে আসতে বাধা থাকলে তারেক রহমানকে সহায়তা করা হবে: আইন উপদেষ্টা
মেট্রোস্টেশনের নিচে ক্যামেরা স্থাপন করা হচ্ছে
বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় মামলা, তদন্তে রমনা থানা
জুলাই শহীদ পরিবারের জন্য ১,৫৬০ ফ্ল্যাট নির্মাণসহ ১৮ প্রকল্প অনুমোদন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা, বিপর্যয় বিষয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্টজন কে এই শিহাব নূর
জাতীয় নির্বাচনে বরিশাল-১ এ​ ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী ইলিয়াস মিয়া
ফরিদপুর- ১ আসনে বিএনপির মনিরুজ্জামান মোটর শোভাযাত্রা
আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকাণ্ডে খুনিদের দাবি আরিফুর রহমানের
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝