রাজধানী ঢাকায় অত্যন্ত জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন হয়েছে। কারণ গত ৩০ নভেম্বও সচিবালয়ের স্ট্রেশনে মেট্রোরেলের ছাদে উঠেছে দুই জন। এরমধ্যে একজন পালিয়ে যায় আর াপরজনকে ধরা হয়েছে। এই ঘটনার পেছনে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে দেখছেন।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির মাসিক সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তের বিষয়টি জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো.ফারুক আহমেদ। তিনি বলেন,মেট্রোরেল স্টেশনগুলোর নিচে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে ।
ফারুক আহমেদ বলেন, একটা ছেলে মেট্রোরেলের দরজা দিয়ে প্রবেশ না করে কোনো একটি জায়গা দিয়ে ছাদে উঠে গেছে। তার উদ্দেশ্য কী ছিল, সেটা জানা যায়নি। আবার ছাদে ওঠার ঘটনায় একজনকে পাওয়া গেলেও আরও কেউ সঙ্গে ছিল কি না, তা জানতে তদন্ত করছে পুলিশ।
মেট্রোরেলের ছাদে কিশোর ওঠে পড়ার ঘটনা ‘স্যাবোটাজ’ কি না তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে জানিয়ে ফারুক আহমেদ বলেন, নিরাপত্তা বাড়াতে মেট্রোরেল স্টেশনগুলোর নিচে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করা হয়েছে। এতে কোনো ঘটনার উৎস বোঝা যাবে। স্যাবোটাজ আছে কি না-সেটাও বোঝা যাবে।
আ. দৈ./কাশেম