বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
অপরাধ
মানব পাচারকারীর পক্ষে সাফাই বায়রা সম্মিলত সমন্বয় ফ্রন্টের
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 19 November, 2025, 7:33 PM  (ভিজিট : 85)

মানবপাচারের মামলার আসামী বায়রার সাবেক যুগ্মমহাসচিব ফফরুল ইসলামের পক্ষে সাফাই গাইতে সাংবাদিক সম্মেলন করেছেন বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের একাংশের কয়েকজন নেতা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের পক্ষে এম এ এইচ সেলিম ওরফে সিলভার সেলিম লিখিত বক্তব্য তুলে ধরেন। 

তিনি বলেন, মালয়েশিয়া সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ও আমাদের মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার অদক্ষতার কারনে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে অযৌক্তিক কিছু শর্ত যুক্ত করা হয়েছে। আমাদের মন্ত্রণালয় বাম হাতের খেলার মাধ্যমে এসব শর্ত মেনে নিয়েছে।

সিলভার সেলিম আরও বলেন, হয়রানীমূলকভাবে বায়রার নেতা ও আসন্ন বায়রার নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এসব নোংরামী থেকে বিরত থাকার আহ্বান জানাই। উল্লেখ্য বায়রার অধিকাংশ নেতা মনে করেন, মানবপাচারের সুনিদৃষ্ট অভিযোগের ভিত্তিতে ফখরুল ইসলামের  বিরুদ্দে রাজধানীর বনানী থানায় সম্প্রতি মামলা হয় এবং এই মামলায় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয়। 


পরে মোটা অংকের অর্থের বিনিময়ে থানা থেকেই তাকে ছেড়ে দেওয়া হয়। এনিয়ে জনশক্তি রপ্তানী সেক্টরে তোলপাড় চলছে। যে কর্মকর্তা তাকে ছেড়ে দিয়েছেন তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বায়রা নেতারা আরও বলেন, যখনই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য সরকার উদ্যোগ নেয় তখনই ফখরুল ইসলামের উদ্যোগে মিথ্যা আশ্রয় নিয়ে নানাবিধ প্রফাগান্ডা ছড়ানো হয়। মিথ্যা ও অযৌক্তিক বক্তব্য তুলে ধরে শ্রমবাজারটিকে বাঁধাগ্রস্ত করেন। অথচ তিনি আগেই আরেক বিতর্কিত ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট করার চেষ্টা করে ব্যার্থ হয়েছে।

 তিনি বহুল আলোচিত ১০ সিন্ডিকেটের একজন ছিলেন। গত বারেও ১০১ সিন্ডিকেটের মধ্যে ফকরুলের ত্রিবেনী ও সেলিব্রেটি ইন্টারন্যাশনাল নামে দুটি লাইসেন্স ছিল ফখরুলের বেনামে। সাংবাদিকরা সিলভার সেলিমের কাছে জানতে চান, তিনি বায়রার সভাপতি থাকার সময় মালয়েশিয়ায় ১০ জনের সিন্ডিকেট হয়েছে। আপনি মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে ২ হাজার রিঙ্গিত করে নিয়েছিলেন। 

এখন আবার আপনি সিন্ডিকেট করার অপচেষ্টা করছেন। এমন প্রশ্নের জবাবে সেলিম বলেন, আমার সময় সিন্ডিকেট হয়নি। আমি সবার জন্য শ্রমিক প্রেরণ উন্মুক্ত রেখেছি। আমার চেষ্টায় থাইল্যান্ডে ৫ লাখ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। আমরা সব সময় সিন্ডিকেটের বিপক্ষে। 


ফকরুল ইসলাম মানবপাচারের মামলার আসামী। তিনি অতিরিক্ত টাকা নিয়ে মালয়েশিয়ায় লোক পাঠিয়েছেন। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দেননি। তার প্রমাণ রয়েছে। এরপরও আপনারা ফখরুলের পক্ষ নিয়েছেন কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমএএইচ সেলিম বলেন, বাদী যে মামলা করেছে সেখানে বাদীর অফিসের কথা উল্লেখ করা হয়নি। বিবাদীর প্রতিষ্ঠান বরিধারায় আর বাদীর প্রতিষ্ঠান শান্তিনগর। দুই অফিসের একটিতেও টাকা লেনদেন না হয়ে টাকা লেনদেন হয়েছে বনানীর আহমেদ ইন্টারন্যাশনালে। যা সাবেক একজন এমপির। তার দাবী ফখরুল নির্দোষ।    
বায়রার সাবেক সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, যারা পাল্টাপাল্টি মামলা করছে তাদের উদ্দেশ্যে বলবো নোংরামী পরিহার করে আসুন সবাই এই সেক্টরকে বাঁচাই। তিনি আরও বলেন, জনশক্তি রপ্তানী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আগে পাট মন্ত্রণালয়ে ছিলেন। তিনি জনশক্তি রপ্তানীর কি বুঝেন। অদক্ষতা ও অযোগ্যতার কারনে আমাদের সরকার মালয়েশিয়া সরকারের দেওয়া সব শর্ত মেনে নিয়েছে। এক পর্যায়ে জনশক্তি রপ্তানীতে বাঁধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে থাকলে দ্রুত সাংবাদিক সম্মেলন শেষ করেন আয়োজকরা।

আ.দৈ/আরএস

   বিষয়:  মানব   পাচারকারীর   পক্ষে   সাফাই   বায়রা   সম্মিলত   সমন্বয়   ফ্রন্টের   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝