বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনার নজিরবিহীন ঘটনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অস্বাভাবিক ক্ষমতাবান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের পর আবার দুদকের দুর্নীতির মামলার রায়ের দিন ধার্য করেছেন বিশেষ জজ আদালত। আগামী ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায়েও শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছেন দুদকের আইনজীরা।
দুদকের মঈনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে সুনিদিষ্ট দুর্নীতি অভিযোগের তিন মামলার রায়ের আগামী ২৭ নভেম্বর ঘোষণার দিন ধার্য করেছেন বিচারিক বিশেষ জজ আদালত। এই তিন মামলায় অভিযুক্তদেও বিরুদ্ধে দুর্নীতির সুনিদিষ্ট তথ্য প্রমাণ এবং যুক্তিতর্কে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছেন। ফলে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন তারা।
এদিকে আজ রোববার (২৩ নভেম্বর) সাবেবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুদকের করা রাজউকের ৩০ কাঠার ৩টি প্লট বরাদ্দ নিয়ে কেলেঙ্কারির অভিযোগের মামলায় রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন উক্ত মামলার রায় ঘোষণার তারিখ আগামী ২৭ নভেম্বর ধার্য করেন।
দুদকের আইনজীবী জানান, ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন পুথক তিন মামলার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন আসামি রয়েছেন। একই আদালতে দ্বিতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন আসামি। একই আদালতে তৃতীয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জন আসামি রয়েছেন। উক্ত তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারি আমলারা কমন আসামি রয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ,সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, সাবেক উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন।
উল্লেখ্য,গত ১৭ নভেম্বও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো.মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারিক আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে ফাঁসির রায় ঘোষণা করেছেন। গতবছর তারা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন বিচারিক আদালত (ট্রাইব্যুনাল)। উক্ত রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। একই সাথে রাজধানীর বিভিন্ন স্তানে বড়পর্দায় দেখানো হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনার নজির স্থাপন করছে।
আ. দৈ./কাশেম