মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫,
৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
রাজনীতি
শেখ হাসিনার মামলার রায়ের পর
ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়ি ভাংচুর
নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
Publish: Tuesday, 18 November, 2025, 9:40 PM  (ভিজিট : 64)

 গত বছরের ৫ আগস্টে গনঅভ্যূত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আ. মান্নান মাতুব্বর ও তাঁর ভাই ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী মাতুব্বরের বাড়িতে দ্বিতীয় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

 আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)  ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ময়েনদিয়া বাজার সংলগ্ন পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার বসতভিটার পাশেই তার ছোট ভাই সিদ্দিক মাতুব্বরের এল সিস্টেমের ফুল ওয়াল বিশিষ্ট টিনসেট ঘরের প্রায় জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ঘরের মধ্যে থাকা সকল ধরণের আসবাবপত্রও ভেঙ্গে তছনছ করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান মান্নান মোল্লার একতলা ভবনের প্রধান ফটকে সামনের ওয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। 

এর আগে সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশের পর আনন্দ মিছিল শেষে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়িতে দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পর বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন জায়গা ঘুরে সন্ধ্যার দিকে বাজার সংলগ্ন এলাকায় প্রথমে সিদ্দিক মাতুব্বরের বাড়িতে ও পরে মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর করা হয়। মান্নান মাতুব্বরের বাড়িতে হামলা চলাকালে পাশের ডহরনগর ফাঁড়ি পুলিশের কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এলে হামলাকারীরা চলে যান।

এ বিষয়ে সিদ্দিক মাতুব্বর অভিযোগ করে জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর আত্মীয়-স্বজন ও ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা মাহাবুব হাসান সজিবের সমর্থকরা এ হামলায় অংশ নেয়।

তিনি বলেন, আমার ভাই ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের মামলার একজন সাক্ষী ছিলেন। এই রেশ থেকেই আজাদের ছেলে ও স্বজনরা শেখ হাসিনার রায়ের পরে আনন্দ মিছিলের নামে সোমবার আমাদের দুই ভাইয়ের বাড়িতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। গত ৫ আগস্টের পর থেকে আমরা দুই পরিবারের সদস্যরা দীর্ঘদিন বাড়ি ছাড়া। তিনি আরো বলেন, ময়েনদিয়া এলাকার ব্যবসায়ী মাহাবুব হাসান সজিব আমাদের বাড়ির আশপাশের লোকজনকে এ ঘটনার ব্যাপারে কাউকে কিছু বলতে নিষেধ করে এসেছে মঙ্গলবার সকালে গিয়ে। 

তবে এ অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ ওরফে জিহাদ বলেন, তিনি সপ্তাহ খানেকের বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, আমার বাবার বিরুদ্ধে শুধু মান্নান মাতুব্বর একা নন আরো অনেকে সাক্ষী দিয়েছেন। আমরা জানি তারা নিজে থেকে এ সাক্ষী দেননি, জোর করে দেওয়ানো হয়েছিল। তবে কোন সাক্ষীর সাথে আমাদের পরিবারের সম্পর্ক খারাপ না! এ এলাকায় কোন কিছু ঘটলেই আমাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। 

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ১৭ অক্টোবর সকালে মান্নান মাতুব্বর ও তার ভাই সিদ্দিক মাতুব্বরের বাড়িতে প্রথম দফা হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের ছেলে ও স্বজনদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই হামলার ঘটনার পর মান্নান মাতুব্বর ও সিদ্দিক মাতুব্বর এলাকা ছাড়া। 

এমনকি তাদের বাড়িতে দুই-চারজন নারী সদস্য ছাড়া কোন পুরুষ সদস্য নেই। ওই হামলার ঘটনার ১১ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর গতকাল সোমবার দ্বিতীয় দফায় এ হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ময়েনদিয়া বাজার সমিতির সভাপতি ব্যবসায়ী মো. মাহবুব হাসান সজিব বলেন, সোমবার বিকেলে তিনি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে পাশের সালথা উপজেলার একটি গ্রামে একটি কাজে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে আমি বাজারে ফিরে জানতে পারি, মান্নান মাত্ব্বুর ও সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কে বা কারা এ কাজ ঘটিয়েছেন তা তার জানা নেই। 

ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আল আমীন জানান, তিনি অতিরিক্ত দায়িত্ব পালনে ভাঙ্গা এলাকায় ছিলেন। তবে তিনি এ জাতীয় কোন ঘটনা ঘটলে সে বিষয়ে বোয়ালমারী থানার ওসির সাথে কথা বলতে বলেন।

 মঙ্গলবার বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান জানান, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় গত সোমবার ভাংচুরের কোন ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে ডহরনগর ফাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র নিশ্চই ব্যবস্থা নেবে। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসে নাই। 

আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বাড়ি ভাংচুর
গাংনীতে কাথুলী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
কিবরিয়া হত্যায় ১৩ জনকে আসামি করে মামলা
গাংনীতে শিক্ষকের প্রেমে ব্যর্থ ছাত্রীর গোপন ভিডিও ভাইরাল
কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

হাসিনার রায়ের পর ডাকসু এজিএস শেয়ার করলেন কাদের মোল্লার চিঠি
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
এবার শাহবাগে কার্যকর হলো শেখ হাসিনার প্রতীকী ফাঁসি
গাংনীতে উপজেলা বিএনপির মিছিলের নগরী
শেখ হাসিনার ফাঁসির রায়ের পর ভারতের প্রতিক্রিয়া
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝