আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিক্রি। আজ মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিন। তবে আজ তা বন্ধ থাকবে। প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি না হলেও গতকাল বৃহস্পতিবার সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন তাবিথ আউয়াল। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে তার পক্ষে নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভুইয়া শাহীন ফরম সংগ্রহ করেন।
তাবিথের না আসার কারণ সম্পর্কে প্রতিনিধি শাহীন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি, তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। এছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।
বাফুফের দুই মেয়াদে সহ-সভাপতি ছিলেন তাবিথ আউয়াল। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনেরও অত্যন্ত ঘনিষ্ঠ। ফুটবলাঙ্গনে জোর গুঞ্জন, সালাউদ্দিনের অনুগত ব্যক্তিরা তাবিথের সঙ্গেই থাকছেন। সালাউদ্দিন ও তার ঘনিষ্ঠ অনুসারী মাহফুজা আক্তার কিরণের প্রতি ফুটবলাঙ্গনে ব্যাপক ক্ষোভ। সেই হিসেবে আবার তাবিথ তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্তও হতে পারছেন না বলে জানা গিয়েছিল।
অন্যদিকে মিজানুর রহমান নামে ফুটবল অঙ্গনে অচেনা একজন, তাবিথ আউয়ালের মতো তিনিও লোক মারফত ফরম সংগ্রহ করেছেন। এর আগে বাফুফে নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তিনি সবার আগে ঘোষণা দিয়ে এখন খানিকটা নিভৃতে। ফুটবলাঙ্গনের খবর, তরফদার শেষ পর্যন্ত সভাপতি পদে নির্বাচন নাও করতে পারেন ফলে তাবিথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন।
তাবিথ এক্ষেত্রে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় না জিততে পারেন এজন্য একজন অচেনা কাউকে দাঁড় করানো নাকি মিজানুর স্ব-ইচ্ছায় আলোচনায় আসতে সভাপতি পদে মনোনয়ন কিনেছেন নাকি তাবিথই দাঁড় করিয়েছেন এ নিয়ে ফুটবলাঙ্গনে ধূম্রজাল তৈরি হয়েছে। আগামীকাল শনিবার বিকেল পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। এক দিন বিরতি দিয়ে ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল।
আ. দৈ. /কাশেম /মাহী