সোমবার, ২৮ এপ্রিল ২০২৫,
১৫ বৈশাখ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
খেলাধুলা
অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ'র
ক্রীড়া প্রতিবেদক
Publish: Tuesday, 8 October, 2024, 8:04 PM  (ভিজিট : 113)

অবশেষে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ শুরুর দুইদিন আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আভাস দিয়েছিলেন এই সিরিজের পরই টি-২০ ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। অবশেষে সেটিই সত্য হলো। 

আজ মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ। 

৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ জানিয়েছেন, হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ খেলে এই ফরম্যাট থেকে বিদায় নেবেন তিনি। 

২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় ওয়ানডে ক্রিকেট দিয়ে বাংলাদেশের জার্সিতে যাত্রা শুরু করেন মাহমুদুল্লাহ। একই বছর সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে তার যাত্রা শুরু আন্তর্জাতিক টি-২০তে। এর প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টেস্ট অভিষেক হয় তার। তবে সবার আগে ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে টেস্ট থেকেই অবসরে গেছেন তিনি।
২০২২ সালের মাঝামাঝিতে টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন একটানা ব্যর্থতার কারণে। এরপর দল থেকেই বাদ পড়েন এবং ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও দলে জায়গা হয়নি তার। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে অবসর নেয়ার আহ্বান জানানো হলেও তিনি সেটি প্রত্যাখ্যান করেন এবং পারফর্ম করে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে বেশ কয়েকজনকে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও তারা ভালো করতে পারেননি। ওয়ানডে দল থেকেই বাদ পড়েন তিনি। সেই ফরম্যাটেও তার পজিশনে একাধিক তরুন ক্রিকেটার সুযোগ পেয়ে ভালো করতে ব্যর্থ হন। দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকরা তখন মাহমুদুল্লাহকে ফেরাতে মানববন্ধন, সমাবেশ ও মিছিলও করে। এ সময় ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো  পারফরমেন্স করে শেষ পর্যন্ত দলে ফেলেন মাহমুদুল্লাহ।
 
দলে ফেরার পর বেশ ভালো পারফর্ম করছিলেন মাহমুদুল্লাহ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ছিলেন এবং একটি সেঞ্চুরিও করেন। কিন্তু টি-২০ ফরম্যাটে কিছু ম্যাচ ভালো করলেও চলতি বছর একেবারে ভালো যায়নি তার। 

বিশেষ করে এ বছর জুনে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ ছিলেন মাহমুদুল্লহ রিয়াদ। দলও আহামরি কিছু করতে পারেনি। সে কারণে চারদিকে আলোচনা শুরু হয় দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ হয়তো অবসর নেবেন বিশ্বকাপ শেষে। তবে সেটি তারা করেননি। 
  
এ বছর ১৭ টি-২০ খেলে মাত্র ২ হাফ সেঞ্চুরি পেলেও বাকি ম্যাচগুলোয় তেমন কিছু করতে পারেননি মাহমুদুল্লাহ। সর্বশেষ ৯ ইনিংসে মাত্র ৯৯ রান করতে পেরেছেন। বয়স বাড়ার সাথে সাথে ফিল্ডিংয়েও শিথিলতা এসেছে তার। সবমিলিয়ে তার টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয় সমালোচনা। 
 
সেই আলোচনার পালে হাওয়া দেয় সাকিব আল হাসানের অবসর ঘোষণা। এবার ভারত সফরে ২ টেস্টের সিরিজ খেলেছেন সাকিব। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। সর্বশেষ বিশ্বকাপেই খেলেছেন বাংলাদেশের জার্সিতে শেষ টি-২০। একইসঙ্গে টেস্ট থেকেও অবসর নেওয়ার সময় জানিয়ে দেন তিনি। 

সাকিবের অবসর নেওয়াতে মাহমুদুল্লাহও সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। টি-২০ সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত জানান ইতোমধ্যেই বিসিবির সঙ্গে অবসর বিষয়ে আলোচনা করে রেখেছেন মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে তেমন ভালো করতে না পারলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি সেই আভাস দেন শান্ত।

গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১ রানে বিদায় নেন মাহমুদুল্লাহ। এরপর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগেই ঘোষণা দিলেন এই ফরম্যাট থেকে অবসরের। 

ওয়ানডে থেকেও অবসর নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাহমুদুল্লাহ। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছা আছে তার। তবে তার আগে দুটি সিরিজে (আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) কেমন করবেন সেটার ওপর নির্ভর করছে এই ফরম্যাট থেকে কবে বিদায় নেবেন সে বিষয়টি। 

বাংলাদেশের পক্ষে সর্বাধিক ১৩৯ টি-২০ খেলেছেন মাহমুদুল্লাহ। ২৩ দশমিক ৪৮ গড় ও ১১৭ দশমিক ৭৪ স্ট্রাইকরেটে ২ হাজার ৩৯৫ রান করেছেন ৮ ফিফটি হাঁকিয়ে। উইকেট নিয়েছেন ৪০টি। দেশকে সর্বাধিক ৪৩ টি-২০তে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ১৬ জয় পাওয়ার পাশাপাশি ২৬ পরাজয় দেখেছে বাংলাদেশ।

ওয়ানডেতে ২৩২ ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ২৮ হাফ সেঞ্চুরিতে করেছেন ৫ হাজার ৩৮৬ রান। উইকেট আছে ৮২টি। এই ফরম্যাটে নেতৃত্ব না দিলেও ৬ টেস্টে অধিনায়কত্ব করেছেন এবং ১ জয়ের পাশাপাশি ৪টি হার ও ১টি ড্র দেখেছেন। ৫০ টেস্টে মাহমুদুল্লাহ ৩৩ দশমিক ৪৯ গড়ে ৫ সেঞ্চুরি, ১৬ হাফ সেঞ্চুরিতে করেছেন ২ হাজার ৯১৪ রান। বল হাতে নিয়েছেন ৪৩ উইকেট।


আ.দৈ/এআর 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণে
ইউনিয়ন ব্যাংকেরও শীর্ষ খেলাপি দেশবন্ধু গ্রুপ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৬তম সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভা
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
শিগগিরই ঢাকা শহরে অটোরিকশার ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে অভিযান: ডিএনসিসি প্রশাসক
খেলাধুলা- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝