নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে আজ বৃহস্পতিবার। আগের সময়সূচী অনুযায়ী, উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড।
আজ তাঁদের বিপক্ষে ১৬ রানে জয় পেয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিগার সুলতানার দল। আর এটিই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের শেষ ১০ বছরের মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয়।
জেনে রাখা ভালো, ২০১৪ থেকে পাঁচটি টি-২০ বিশ্বকাপে অংশ নিয়ে শেষ চার আসরে একটি ম্যাচও জিততে পারেনি মেয়েরা। তবে এবার পেরেছে।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এদিন শুরুতে টস জিতে ব্যাটিং বেছে নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের ধারা শুরু করলেন।
গত মঙ্গলবার বিসিবির পাঠানো বার্তায় জ্যোতি বলেছিলেন, ‘পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু করতে পারিনি। আমাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য যে, আমরা চাই যেন এই বিাশ্বকাপটা হিসাবে ও মনে রাখার মতো হয়।’
সেই কথার প্রথম ধাপ অবশ্য সফল হয়েছে নারীরা। এদিন শুরুতে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোসতারি, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ সাথি রানির।
১২০ রানের টার্গেটে স্কটিশরা থামে ১০৩ রানে ৭ উইকেটে। এদিন ম্যাচসেরা হন বাংলাদেশের রিতুমনি।
উল্লেখ্য, আরব আমিরাতে ৩ অক্টোবর থেকে শুরু হওয়া মেয়েদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ফাইনাল মাঠে গড়াবে ২০ অক্টোবর।
আ.দৈ/এআর/এমএমএস