এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে “এএমএল এবং সিএফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম” শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী, পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান। এছাড়াও ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের সদস্যবৃন্দ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
প্রোগ্রামে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যাংকিং সেক্টরে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।