দেশের উদীয়মান এসএমই খাতকে অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার আওতায় আনতে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টারে ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. নওশাদ মুস্তাফা। সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী।
এই আয়োজন প্রাইম ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন মডেলের অংশ, যার মূল লক্ষ্য হলো কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (CMSME) আর্থিক অন্তর্ভুক্তি সহজ করা।
অনুষ্ঠানে গার্মেন্টস ক্লাস্টারের ১০০ জনেরও বেশি উদ্যোক্তা অংশ নেন এবং সরাসরি কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তারা অর্থায়নের চাহিদা, আর্থিক সেবায় প্রবেশের বাধা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. নওশাদ মুস্তাফা বলেন, “CMSME খাতে প্রবেশাধিকার সহজ করতে ও আঞ্চলিক অর্থনীতিকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক ক্লাস্টারভিত্তিক উন্নয়ন মডেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইম ব্যাংকের এই উদ্যোগ প্রশংসনীয়।”
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী বলেন, “আমরা ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন, বিশেষায়িত পণ্য ও ডিজিটাল টুলসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ও কার্যকর আর্থিক সেবা নিশ্চিত করছি।”
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অর্থায়ন প্রকল্প, ডকুমেন্টেশন সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম উপস্থাপন করা হয়। এ ছাড়া অন্যান্য অঞ্চলের সফল ক্লাস্টারের উদাহরণ তুলে ধরা হয়।
এই কর্মসূচি তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংযোগ জোরদার করবে এবং এসডিজি অর্জনে ও পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।