স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
গত ২৬ জুলাই ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামলকো মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের শাখা প্রধানসহ মোট ২৮৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।