রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে বিধ্বস্তের ঘটনায় ব্যাপক হতাতের ফলে সরকার চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। এরমধ্যে সরকার ২২ জুলাই ও ২৪ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে।
প্রথমে স্থগিত এই দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তার এই সিদ্ধন্তের ফলে সারাদেশে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী ও অভিভাবকরা,এমনকি শিক্ষকরাও। অনেকেই শিক্ষা উপদেষ্টার এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন।
শুধু তাই নয়, এই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ক্ষোভের বিষয়টি আঁচ করতে পেরে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
এদিকে সরকারের পক্ষ থেকে দ্রুত পরিবর্তিত ওই দুইদেনর পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। নতুন এই সূচি অনুযায়ী- ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না। পৃথক দুই দিনে স্থগিত দুই দিনের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
নতুন সময় সূচিতে উরেøখ করা হয়েছে, গত ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১২ আগস্ট নেওয়া হবে। অন্যদিকে গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় গত ১৭ জুলাই শুধু গোপালগঞ্জ জেলায় স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট।
এদিকে, লিখিত পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ব্যবহারিক পরীক্ষাও পেছানো হয়েছে। প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী- ২১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
আ. দৈ./কাশেম