উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানিমূলক ভূমিকার অভিযোগে ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৪০) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক এবং দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের অনুসারী বলে জানা গেছে।
জানা গেছে, গত বছর গণঅভ্যুত্থানের পর রাফি ঢাকায় আত্মগোপনে ছিলেন। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা গতকাল ছয় দফা দাবিতে আন্দোলনে নামে। আন্দোলন চলাকালে রাফি শিক্ষার্থীদের মাঝে প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে উৎসাহিত করেন এবং উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ আটক করেছে। তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।’
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, রিয়াদ মাহমুদ রাফির বিরুদ্ধে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ফেনীতে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে আনার কার্যক্রম শুরু হয়েছে।