সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাতে ভাটারা থানার ঘনবসতিপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব‑১) সদস্যরা তাকে আটক করেন, পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেন র্যাব‑১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম।
শেখ হীরা শেখ আকরাম হোসেনের ছেলে—যিনি শেখ হাসিনার চাচাতো মামা এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
র্যাবের বরাতে বলা হয়েছে, শেখ হীরা এমন বেশ কয়েকটি ঘটনায় যুক্ত ছিলেন, যেখানে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে দমন করতে তার নেতৃত্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায়—ডিএমপি’র কোতোয়ালি, রামপুরা ও উত্তরা পশ্চিম থানাসহ খোলা জেলাগুলোয় অস্ত্র নিয়ে মিছিল ভাঙ্গতে সহায়তা করেছে। এই ঘটনার পর ঢাকাসহ খুলনা ও গোপালগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
জাকিউল করিম আরও জানান, মামলা দায়েরের পর থেকেই র্যাবৃষ্টি নজরদারি চালিয়ে আসছিল। কিন্তু গ্রেপ্তার এড়াতে শেখ হীরা বিভিন্ন জায়গায় পালিয়েছেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
গতকাল গ্রেপ্তারির পর তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব, এবং আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার পর রাজনৈতিক মহলের মধ্যে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে। সরকারের প্রতি অভিযোগ থাকলেও, অনুসন্ধান চলছে যে, শেখ হীরার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি কতটা ন্যায্যভাবে তদন্ত করা হয়েছে। অভিযুক্ত নেতার অবস্থান এখনও জানাজানি হয়নি—তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে ব্যাপক আলোচনা রয়েছে।