মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, সিপিএ এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
গত ১৭ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত চুক্তিগুলোর মাধ্যমে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংক প্রাণ-আরএফএল গ্রুপের সাপ্লায়ারস এবং পরিবেশককে ব্যবসা-সম্প্রসারণের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান ও কানিজ ফাতেমাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।