স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর উদ্যোগে গত ২১ জুলাই ২০২৫ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালন শীর্ষক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন ব্যাংকের শরি‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
ড. সাইফুল্লাহ ব্যাংকিং কার্যক্রমে শরি‘আহ পরিপালনের গুরুত্ব এবং এ বিষয়ে ব্যাংকারদের করণীয় তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ব্যাংকের উপব্যব¯’াপনা পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান ওয়ার্কশপটি সঞ্চালনা করেন।
ব্যাংকের বিভিন্ন শাখার শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন্স ও ইনভেস্টমেন্ট ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রধান কার্যালয়ের শরি‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন, বিনিয়োগ ঝুঁকি ব্যব¯’াপনা বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, এসএমই-সহ সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়ার্কশপে অংশ নেন।