সীমান্ত ব্যাংক এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে সীমান্ত ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমগুলোর রেজিস্ট্রেশন ফিস এবং মাসিক কিস্তি সংগ্রহে একটি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
পেনশন গ্রাহকেরা সীমান্ত ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবহার করে রেজিস্ট্রেশন ফিস এবং মাসিক কিস্তি জমা দিতে পারবেন।
সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উক্ত অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।