পরিকল্পিতভাবে সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।এরমধ্যে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা,ভাংচুর,পুলিশের গাড়ীতে আগুন দেওয়া এবং গোলাগুলিতে ৫ জনের মৃত্যুর পর কারফিউ জারি করতে হয়েছে। গত ১৯ জুলাই কক্সবাজারে এনসিপির সমাবেশের মঞ্চ ভাংচুর করা হয়েছে।
আজ রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বিএনপি ও পুলিশ জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির একটি অংশ ওই এলাকায় একটি সমাবেশের আয়োজন করে। পূর্বঘোষিত ওই সমাবেশটি রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই সমাবেশস্থলের পাশেই দুর্বৃত্তরা দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণের পরপরই স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আ. দৈ./কাশেম