গবেষণা ও উন্নত শিক্ষা কার্যক্রমে বরাদ্দ নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্বাধীন হয় এই বিশ্ববিদ্যালয়। যেখানে ১৮ জুলাই হার মেনেছে স্বৈরাচারের মদদপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার আগে সফলতা পেলেও এবার নিজেই বৈষম্যের কবলে ববি।
প্রতিষ্ঠার এক যুগের বেশি সময় পেরিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠেের তকমা নিয়ে টেনে টুনে চলছে বিশ্ববিদ্যালয়টি। অন্যান্য বিভাগীয় বিশ্ববিদ্যালয় যখন সরকার থেকে বড় বাজেট পায়, ঠিক তখন বরিশাল বিশ্ববিদ্যালয় আড়ালে ঝরায় চোখের পানি।বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে । বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক তৌফিক আলমের দাবী, প্রয়োজনীয় বরাদ্দ পায়নি বরিশাল বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা জানান, হিসেব কষলে দেখা যাবে কয়েকটি বিল্ডিং ছাড়া কিছুই পায়নি তারা। চারটি হল, একটি টিএসসি,একটি ছয়তলা একাডেমিক ভবন, ও খুব ছোট একটি লাইব্রেরি ছাড়া আর কোনো ভবনের দেখা মিলবে না।শুধু চোখে পড়বে দৃষ্টিনন্দন একটি মসজিদ ও ছোট্ট একটি মন্দির। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে যা কিছু প্রয়োজন তার ৩০% ও নেই এইখানে।দেখলে মনে হবে এমন অবহেলিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই।
এই বছর বিসিএস পরিক্ষায় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়। আবার এই বছর বিজিএস পরিক্ষায় সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ১ম স্থান অধিকর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।অভূতপূর্ব সাফল্য পায় বিশ্ববিদ্যালয়টি।২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবদান রেখেছে।কিন্তু কোনো কালেই সরকার থেকে সুনজর পায়নি বিশ্ববিদ্যালয়টি।
পর্যালোচনা করলে দেখা যায়, মূল সমস্যা বাজেট স্বল্পতা।২০২৪-২৫ অর্থবছরে বাজেট পায় ৪৯ কোটি। সবাই ভেবেছিলো শত আন্দোলনের পরে এইবার ২০২৫-২৬ অর্থবছরে একটি বড়ো অঙ্কের বাজেট পাবে জুলাইয়ে প্রথম স্বাধীন হওয়া বিশ্ববিদ্যালয়টি।শিক্ষার্থীদের আশার বাতি এবারও নিভিয়ে দিয়েছে ইউজিসি।এইবার বাজেট পায় মাত্র ৬৪ কোটি।এটি একটি বৈষম্যমূলক বাজেট হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।
তাদের দীর্ঘদিনের দাবি গবেষণা খাত উন্নত করা। একটি একাডেমিক ভবন ও দুটি হল এবং ক্যম্পাসের আয়তন বাড়ানো। কিন্তু এবারের বাজেটে সেই আশায় ভাঁটা পড়েছে। কবে নাগাদ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে একটি বড়ো বাজেট পাবে বরিশাল বিশ্ববিদ্যালয় এটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
আ. দৈ./ কাশেম