-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) অর্থনীতি বিভাগে ‘বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক সেবার কার্যকারিতা মূল্যায়ন: একটি অর্থনৈতিক বিশ্লেষণ” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এ পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্করের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক. ড. মো. আব্দুল ওয়াদুদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের পিএইচডি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিলুফার ইয়াসমিন। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের অধ্যাপক ড. দেবাশীশ শর্মা।
উপস্থাপিত প্রবন্ধ সূত্রে, প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য দেশের কমিউনিটি ক্লিনিকসূমহের চিকিৎসা সেবার মান যাচাই করতে একটি অনুসন্ধান পরিচালিত হয়েছে; যেখানে মেহেরপুর ও গাজীপুর এই দুই অঞ্চলের মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ক্লিনিকগুলোর চিকিৎসা সেবায় অবদান এবং ঘাটতিগুলো চিহ্নিত করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার উপায় নিয়ে গবেষণা করা হয়েছে।
অধ্যাপক ড. দেবাশীশ শর্মা বলেন, "বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে কমিউনিটি ক্লিনিক গুলো কাজ করছে সেগুলোর কার্যকারিতা যাচাই করতে আজকের এই সেমিনার আয়োজিত হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে ক্লিনিক গুলোর অবদান ও ঘাটতি এই সেমিনারে দেখানোর চেষ্টা করা হয়েছে।
আ. দৈ./কাশেম