শনিবার, ৫ জুলাই ২০২৫,
২১ আষাঢ় ১৪৩২
ই-পেপার

শনিবার, ৫ জুলাই ২০২৫
শিক্ষা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বেড়েছে
ডেস্ক নিউজ
Publish: Friday, 4 July, 2025, 7:02 PM  (ভিজিট : 13)

 যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ‘ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা’র তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে ২৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’–এর তথ্য বলছে, মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভারতীয় শিক্ষার্থী ভর্তির হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে (২৩ শতাংশ)। তবে বাংলাদেশ এদিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে মাত্র আট শতাংশ। আর নেপাল থেকে বেড়েছে ১১ শতাংশ। অন্যদিকে, আফ্রিকার দেশ ঘানা থেকে শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে সর্বাধিক—৪৫ শতাংশ। এছাড়া ইরান (১৫ শতাংশ), নাইজেরিয়া (১৪ শতাংশ), কলম্বিয়া (১১ শতাংশ) থেকেও শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয়রা। দেশটিতে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ২৯ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে চীনারা। যুক্তরাষ্ট্রে মোট ২ লাখ ৭৭ হাজার ৩৯৮ জন চীনা শিক্ষার্থী রয়েছেন, যা মোট সংখ্যার ২৪ দশমিক ৬ শতাংশ।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো: দক্ষিণ কোরিয়া (৪৩ হাজার ১৪৯), কানাডা (২৮ হাজার ৯৯৮), তাইওয়ান (২৩ হাজার ১৫৭), ভিয়েতনাম (২২ হাজার ৬৬), নাইজেরিয়া (২ হাজার ২৯), বাংলাদেশ (১৭ হাজার ৯৯), ব্রাজিল (১৬ হাজার ৮৭৭) ও নেপাল (১৬ হাজার ৭৪২)। ১৫তম অবস্থানে রয়েছে পাকিস্তানিরা। তাদের মোট সংখ্যা ১০ হাজার ৯৮৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশিরা রয়েছেন অষ্টম স্থানে। এর আগের বছর (২০২২-২৩) দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৫৬৩ জন। অর্থাৎ, এক বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৩৬ জন।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলো থেকে উচ্চশিক্ষার সুযোগ নিতে অনেকেই যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছেন।

ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিশ্লেষণধর্মী তথ্যভাণ্ডার। এটি প্রকাশ করে অলাভজনক সংস্থা আইআইই (ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন) এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহায়তায় এটি পরিচালিত হয়। এই বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা, উৎস দেশ, অধ্যয়ন ক্ষেত্র, অর্থনৈতিক প্রভাবসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
আগামীতে স্মরণকালের ভালো নির্বাচন উপহার দেওয়া হবে: জ্বালানি উপদেষ্টা
আ'মী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে লাভ হবে না : জামায়াত আমির
আ'মী আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে লাভ হবে না : জামায়াত আমির
শহীদর স্বপ্ন বাস্তবায়নই আমাদের দায়ীত্ব: এটিএম আজহার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে পুনরায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশাল বিশ্ব. ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
ইবিতে স্মার্ট আইডি কার্ড প্রদান
পিএসটিসি-র ৪৭ বছর পূর্তি উদযাপন
কুমিল্লায় বাড়ি ঘেরাও করে ৩ জনকে পিটিয়ে হত্যা
শিক্ষা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝