২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গৃহীত ঐতিহাসিক গণআন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক আবেগঘন মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করেছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয়, এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয় স্মৃতি ও অঙ্গীকারে।
ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদুল ইসলাম সাকিন বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সংগ্রাম করে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন আমাদের ঐতিহাসিক সংগ্রামের অংশ এবং এই আন্দোলনে ছাত্রদলের ১৫০-এর বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের সংকল্পের মূলমন্ত্র। আমরা তাদের স্মরণ করব আজীবন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকব। দীর্ঘ সময়ের দুঃশাসনের অবসান ঘটিয়ে দেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমরা চালিয়ে যাবো।”
সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি. সিহাব বলেন,“জুলাই-আগস্ট আন্দোলন শুধু একটি সময়ের ঘটনা নয়, এটি দেশের গণতন্ত্রের জয়যাত্রার সূচনা। ছাত্রদলের সংগ্রাম ১৬ বছর ধরে অব্যাহত রয়েছে, যেখানে অনেকেই জীবনের বড় দাম দিয়ে আমাদের জন্য পথ প্রশস্ত করেছেন। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দীর্ঘকালীন নিপীড়ন ও অন্ধকার শেষ হয়ে দেশের মানুষের জন্য আলোকিত ভবিষ্যৎ আসছে।”
ছাত্রদলের নেতারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের সংগ্রামের প্রেরণা হিসেবে থাকবে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থেকে সংগ্রাম অব্যাহত রাখবে। অনুষ্ঠানে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধ আলোকিত করেন।
আ. দৈ./ কাশেম