বুধবার, ২ জুলাই ২০২৫,
১৮ আষাঢ় ১৪৩২
ই-পেপার

বুধবার, ২ জুলাই ২০২৫
রাজনীতি
৭১’র মুক্তিযোদ্ধাদের মতোই ২৪’র বীর শহিদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 1 July, 2025, 8:36 PM  (ভিজিট : 50)

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যেভাবে জাতি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, ঠিক একইভাবে ২৪’র বীর শহিদদেরও কখনো ভুলবে না।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এই আলোচনাসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পর জাতি আরেকটি বিজয় দেখেছে। সেই বিজয়ে যারা প্রাণ দিয়েছেন, তারা শুধু পরিবারের সদস্য নয় তারা গোটা জাতির গৌরব। এ সময় তিনি জানান, শহীদদের নাম স্মরণীয় করতে ভবিষ্যতে বিভিন্ন স্থাপনা তাদের নামে নামকরণের পরিকল্পনা রয়েছে বিএনপির।

তিনি আরও বলেন, দেড় দশকের আন্দোলনে গুম-খুন, অপহরণ, নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। শুধুমাত্র ২০২৪ সালের আন্দোলনেই বিএনপির ৪২২ জনসহ প্রায় দেড় হাজার মানুষ শহিদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।

বিএনপি ক্ষমতায় এলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত, জবাবদিহিমূলক সরকার গঠন এবং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। 

তিনি বলেন, আমরা জাতীয় সরকার গঠনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। রাজনৈতিক দুর্নীতি ও দুঃশাসন রোধে জাতীয় ঐক্য অপরিহার্য।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেয়া সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা জানান। সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (জাফর) এর মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, এনডিএমের ববি হাজ্জাজসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা দেয়া হয় এবং অভ্যুত্থান বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, পেশাজীবী, বিশিষ্টজন, সাংবাদিক ও সারাদেশ থেকে আগত কয়েক হাজার কর্মী-সমর্থক।

আ.দৈ/আরএস




 

   বিষয়:  ৭১’র   মুক্তিযোদ্ধাদের   মতোই   ২৪’র   বীর   শহিদদেরও   জাতি   ভুলবে   না   তারেক রহমান  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসরায়েল- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলে ইরানীদের মৃত্যুদণ্ডের আইন পাস
ডিএনসিসিতে পুনরায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে
বিভেদ ভুলে এক হলেন হিরো আলম-রিয়ামনি
যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো, শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম
৭১’র মুক্তিযোদ্ধাদের মতোই ২৪’র বীর শহিদদেরও জাতি ভুলবে না: তারেক রহমান
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ইবিতে আইনগত নারী ক্ষমতায়ন বিষয়ক পিএইচডি সেমিনার
ডিএনসিসিতে পুনরায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে
নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতাকে মারধর, ভিডিও ভাইরাল
ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি: ইসলামী আন্দোলনের আমির
এইচএসসি কেন্দ্রে প্রকাশ্যে গুলি অভিযুক্ত গ্রেফতার ৩ পুলিশ আহত
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝