বাংলাদেশের বর্তমান তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে গুঞ্জন উঠেছে। ক্রিকবাজের দেয়া এক তথ্য অনুযায়ী নাজমুল হোসেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট সিরিজের পর এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দলের দায়িত্ব নেয়া শান্তর কথা ছিল আসন্ন চাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়কত্ব করবেন। তবে ইতিমধ্যেই বিসিবির কাছে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে নাকি জানিয়ে দিয়েছেন তিনি। এখন শুধু বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের ইঙ্গিতের উপর নির্ভর করছে নাজমুলের অধিনায়কের চেয়ার থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। এদিকে বিসিবির থেকে নাকি ক্রিকবাজকে নিশ্চিত করাও হয়েছে।
“দেখা যাক কি হয়, আমি এখনও বিসিবি প্রধানের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছি”- এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, গত জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষে নাজমুল টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিতে দিয়েছিলেন। পরে মত বদলে তিন সংস্করণের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নতুন অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডে তে মেহেদী হাসান মিরাজ এবং টি-২০ তে তাওহীদ হৃদয়ের কথা বিবেচনায় এসেছে।
এ পর্যন্ত নয়টি টেস্ট ও ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত যেখানে বাংলাদেশ দুই ফরম্যাটেই জয় পেয়েছে মাত্র তিনটিতে। অন্যদিকে ২৪টি টি-২০ তে লিড দেয়া শান্ত দলকে জয় দেখিয়েছেন মাত্র ১০টিতে। দলের ভার নিতে তিনি যেমন হিমশিম খেয়েছেন তেমনি এর প্রভাব পড়েছে ব্যক্তিগত পারফরমান্সেও। তাই এই সময়ে এসে নিজে থেকেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছেন তিনি।
আ. দৈ. /কাশেম/ এমএমএস