পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতের সাথে ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় নিয়ে তাদের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টিম টাইগার। এমন হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দেখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টিতে ভেসে যাওয়া কানপুর টেস্ট গড়ায় মাত্র আড়াই দিনে। বিশ্লেষক এবং দর্শকরা ভেবেই নিয়েছিল ড্র হতে চলেছে এই টেস্ট ম্যাচ। কিন্তু সকল জল্পনা-কল্পনাকে মিথ্যে প্রমাণ করে ভারতের কাছে ৭ উইকেটে হেরে ধবল ধোলাই হলো সফরকারীরা।
এর আগে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ৫২ রানের লিড দেয় রোহিত শর্মা দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
এর আগে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৮০ রানের এক বিশাল ব্যবধানে ম্যাচ হারে নাজমুল হোসেন শান্তর দল।
হোয়াইটওয়াশ হওয়ার পর সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ যে ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল, ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।
কানপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটার মুমিনুল হকের প্রশংসা করে টাইগার অধিনায়ক আরও বলেন, এই টেস্টে মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছে।
উল্লেখ্য, কানপুর টেস্টে মুমিনুল হক অপরাজিত থেকে সংগ্রহ করেছিনেল ১৯৪ বলে ১০৭ রান। অন্যদিকে মেহেদী মিরাজ ৬.৪ ওভার বল করে ৪১ রান দিয়ে উইকেট নেন সর্বোচ্চ ৪ টি।
আ.দৈ/এআর/সাধ