সম্প্রতি, মেঘনা ব্যাংক পিএলসি এবং সেবা ফিনটেক লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, মেঘনা ব্যাংক সেবা ফিনটেক লিমিটেডের গ্রাহকদের জন্য ডিজিটাল সল্যুশন -এর মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদিকুর রহমান এবং সেবা ফিনটেক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইলমুল হক সজীব ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক-এর হেড অব অপারেশনস খালেদ হোসেন, হেড অব টেকনোলজি অপারেশনস জনাব মুহাম্মদ পাভেল আখতার, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট, ফরেন রেমিট্যান্স অ্যান্ড এজেন্ট ব্যাংকিং শেখ পারভেজ মারেকার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের ইনচার্জ মোঃ কাইয়ুম হুসাইন এবং সেবা ফিনটেক লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স জনাব মনিরুজ্জামান মনির, স্ট্র্যাটেজিক গ্রোথ পার্টনারশিপ -এর ম্যানেজার জনাব রিফাত শাহরুখ এবং সিনিয়র অফিসার জনাব তানজিম মাহমুদ রাকিন সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।