ভোরে রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিছন্নতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের পাশে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পুরুষ পরিছন্নতাকর্মী মারা যায়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে।
নিহত দুইজনের পরিচয় জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি ওসি সাজ্জাদ হোসেন। বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছ থেকে জেনে জানাতে হবে বলে জানান তিনি।
এদিকে ডিএনসিসি উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান ভূইয়া বলেন, রাজধানীর খিলক্ষেতে আজ রোববার ভোরে একটি কাভার্ডভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাসহ ঘটনাস্থলে দাঁয়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খিলক্ষেত থানায় নেওয়া হয়।
তিনি বলেন, ডিএনসিসির প্রথান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই). পিএসসি. বিএন স্যার ইতোমধ্যে ওই দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর ঘটনায় আইনী সহযোগিতার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্টদের নির্শনা দিয়েছেন। কারণ এই দুইটি পরিবারের করুণ অবস্থাকে সামনে রেখে মানবিক দিক বিবেচনায় রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নিয়োগকৃত একটি বেসরকারি প্রতিষ্ঠান ডিএনসিসির ওই এলাকায় পরিচ্ছন্নতার কাজের দায়িত্বে রয়েছেন। সড়ক দূর্ঘটনায় নিহত এই পরিচ্ছন্নতা।কর্মী বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকৃত ।
আ.দৈ./কাশেম