আসন্ন ঈদুল আজহা উদযাপন করতে এবার নাড়ীর টানে কয়েক লাখ লোক রাজধানী ছেড়ে যেমন গ্রামের বাড়িতে ছুটছেন, তেমনি আবার অনেকে বিভিন্ন শহর ও গ্রাম থেকে রাজধানী আসছেন। ফলে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ভোগান্তি লাঘবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদকে ঘিরে যাত্রী সেবার মান পরিদর্শনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যান বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান তিনি। এসময় দূরপাল্লার উদ্দেশ্যে আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। টিকিট কালোবাজারির বিষয়ে খোঁজ খবর নেন উপদেষ্টা।
এছাড়াও যাত্রীরা যাতে কোন ধরনের ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিতে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। এর আগে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
আ. দৈ./ কাশেম