শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
ভাঙ্গায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
এহসান রানা, ফরিদপুর
Publish: Thursday, 26 September, 2024, 8:32 PM  (ভিজিট : 228)

চাকরিতে  ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় কর্মরত শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবীসমুহ বাস্তবায়নের দাবী জানান  ।  

বক্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১৩তম গ্রেডে বেতন পান। তাঁদের দেওয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা। উপজেলার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মোস্তাফিজ আলমের সঞ্চালনায় দাবি আদায়ের পক্ষে বক্তব্য দেন আরও অনেকে। 

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্যে কেন্দ্রীয়  শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামচুল হক মাতুব্বর  জানান, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে আগেই আমরা ১০ম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান,  সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের ১০ম গ্রেড দিতে হবে।

সহকারী শিক্ষক ইয়ারন চৌধুরী  জানান, ‘উপসহকারী পুলিশ কর্মকর্তা, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, ডিপ্লোমা পাস করা উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনার্স মাস্টার্স পাস করে শিক্ষকতা করেও ১৩তম গ্রেডের অন্তর্ভুক্ত। আমাদের অধিকার আদায়ে এক দফা দাবিতে উপস্থিত  হয়েছি। আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’ 

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দে, মোঃ আমানত আলী, আবুল খাত্তাব চোকদার, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, শওকত হোসাইন প্রমুখ। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধির নিকট মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এর  আগে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা  সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকেরা মানববন্ধন উপলক্ষে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে  কর্মসূচীতে অংশগ্রহন করেন। এ সময়  তারা আদায় সম্বলিত লেখা বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন ।

আ. দৈ. /কাশেম /রানা
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝