সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
মেয়েদের ৭টি বিয়ের অনুমতি চেয়ে প্ল্যাকার্ড, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 28 May, 2025, 7:59 PM  (ভিজিট : 136)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাকার্ড হাতে একজন মেয়ের ছবি প্রচার করা হয়েছে। যেখানে প্ল্যাকার্ডটিতে লেখা রয়েছে, “ছেলেদের ৭টা বিয়ে সুন্নত, আমাদের মেয়েদেরও ৭টা বিয়ে করার অনুমতি দিতে হবে”।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত প্ল্যাকার্ডের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে আসল প্ল্যাকার্ডে “মেয়েদেরকে ব্যাডটাচ শিখানোর আগে ছেলেদের How Not To Touch শিখান” লেখা ছিল যা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ছেলেদের ৭টা বিয়ে সুন্নত, আমাদের মেয়েদের ও ৭টা বিয়ে করার অনুমতি দিতে হবে’ লিখে প্রচার করা হয়েছে। 

তাছাড়া, প্ল্যাকার্ড হাতে প্রদর্শিত মেয়ে হিন্দু ধর্মাবলম্বী।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনলাইনে একই ব্যক্তির হাতে একই স্থানে ধারণকৃত একটি ছবি পাওয়া যায়, যার সাথে লেখা ব্যতীত বাকী সবকিছুর মিল রয়েছে।

উক্ত প্ল্যাকার্ডটিতে লেখা রয়েছে “মেয়েদেরকে ব্যাডটাচ শিখানোর আগে ছেলেদের How Not To Touch শিখান”। এছাড়াও, উক্ত ছবিটি পর্যবেক্ষণ করলে বামপাশের নিচের কোণায় মোবাইলের নাম ‘Redmi Note 13 PRO 5G’ ও মোবাইলটি ব্যবহারকারীর নাম ‘Humaiya Sarkar’ দেখা যায়। 

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে ‘Humaiya Sarkar’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ মার্চে “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাহ” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে সাতটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যেখানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিতে প্রদর্শিত মেয়ে ও তার হাতে থাকা প্ল্যাকার্ডটিরও উপস্থিতি পাওয়া যায়। একইসাথে ছবিগুলো গত ১০ মার্চে তোলা হয়েছে বলেও ছবিটিতে দেখা যায়।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র ওয়েবসাইটে গত ১০ মার্চ প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “ধর্ষকের মাথায় জমটুপি পরিয়ে হাতে-কোমড়ে দড়ি বেঁধে বগুড়ায় প্রতীকী প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়।” 

এছাড়াও, উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিতে থাকা একজন মেয়েকে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতেও উপস্থিত থাকতে দেখা যায়।
আলোচিত প্ল্যাকার্ডটির লেখার বিষয়ে নিশ্চিত হতে হুমাইয়া সরকারের (যার মোবাইলে ছবিটি তোলা হয়েছে) সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, “ছেলেদের ৭টা বিয়ে সুন্নত, আমাদের মেয়েদের ও ৭টা বিয়ে করার অনুমতি দিতে হবে” লেখা সম্বলিত প্ল্যাকার্ডটি সম্পাদিত। আসল প্ল্যাকার্ডে “মেয়েদেরকে ব্যাডটাচ শিখানোর আগে ছেলেদের How Not To Touch শিখান” লেখা ছিল। এছাড়াও তিনি বলেন, প্রচারিত ছবিতে প্রদর্শিত মেয়ে হিন্দু এবং ‘Simi Roy’ নামের উক্ত মেয়ের ফেসবুক অ্যাকাউন্টও তিনি রিউমর স্ক্যানারকে সরবরাহ করেন।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Bogura Woman’s Cricketer’s’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ২৫ ডিসেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায় যেখানে উক্ত মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এবং তার নাম সিমি রায় উল্লেখ করা হয়।

সুতরাং, “ছেলেদের ৭টা বিয়ে সুন্নত, আমাদের মেয়েদেরও ৭টা বিয়ে করার অনুমতি দিতে হবে” শীর্ষক লেখা সম্বলিত প্ল্যাকার্ডটি সম্পাদিত।

আ.দৈ/আরএস

   বিষয়:  মেয়েদের   ৭টি   বিয়ের   অনুমতি   চেয়ে   প্ল্যাকার্ড   যা   জানা   গেল  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝