রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো ছুরি।
শনিবার রাত ২টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লে. কর্নেল নাজিম আহমেদ জানান, দুই দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, “এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় না। গত কয়েক মাসে একাধিক হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইয়ে এগুলো ব্যবহার হয়েছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের সময় একই ধরনের সামুরাই উদ্ধার করেছি।”
অভিযানে জানা গেছে, দোকানের সামনের অংশে সাধারণ পণ্য বিক্রি হলেও সামুরাই ও অন্যান্য অস্ত্র গোপনে গোডাউনে মজুত রাখা হতো। পরে কুরিয়ারের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো, বিশেষ করে কিশোর গ্যাংদের কাছে।
লে. কর্নেল নাজিম আহমেদ আরও জানান, কিছু পণ্য গৃহস্থালির হলেও সামুরাই জাতীয় অস্ত্র গোপনে বিক্রি করা হতো এবং তা শুধু অপরাধীদের হাতেই পৌঁছে দেওয়া হতো।