শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
অর্থ-বাণিজ্য
ইবিতে প্রাক বাজেট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি :
Publish: Sunday, 18 May, 2025, 5:37 PM  (ভিজিট : 98)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অর্থনীতি বিভাগ ও অর্থনীতি ক্লাবের যৌথ আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট বিষয়ক প্রাক বাজেট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৮ মে) বেলা ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নাম্বার কক্ষে  বিভাগের কয়েকশত শিক্ষার্থীর উপস্থিতিতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি হিসেবে অর্থনীতি সভাপতি ড. পার্থ সারথি লস্কর উপস্থিত ছিলেন। এছাড়া, মূখ্য আলোচক হিসেবে অর্থনীতি ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল জলিল পাঠান ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সকল শিক্ষক এবং অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের শিক্ষার্থী মোছা. ছুম্মা খাতুন এবং রাবেয়া খন্দকার।

এসময় বক্তরা বলেন,২০২৫-২৬ জাতীয় বাজেট হয়েছে শুভঙ্করের ফাঁকি’র মতো। কারণ দুর্নীতি কমানোর কথা বলে প্রায় প্রতিটি খাতে বরাদ্দ কমিয়েছে কিন্তু অনুন্নয়ন  বাজেট বৃদ্ধি করেছে। যেটা দুর্নীতির একটা আখড়া হয়ে উঠবে। আলোচনায় সভায় মূখ্য আলোচক জনাব আব্দুল জলিল পাঠান বলেন,”এবারের বাজেটে প্রায় সব খাতে বাজেট কমানো হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি করা দরকার। সামরিক খাতে বাজেট বাড়াতে হবে, নিরাপত্তা হুমকি নিয়ে টেকসই উন্নয়ন করা সম্ভব না।

রপ্তানি পন্যের বাজার বাড়াতে হবে। যখন আমাদের ভারী শিল্পায়ন করা দরকার তখনই শিল্প খাতে বাজেট কমানো হয়েছে। শুধু কাঠামো তৈরি না করে জাহাজ, রেলসহ বিভিন্ন ধরনের ইঞ্জিন তৈরির শিল্প গড়তে হবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। সরকারকে এখনই কৃষি জমি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। সরকার স্বাধীনতার পর থেকে কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়। এটা বন্ধ করতে হবে। নাহলে দূর্নীতি বেড়ে যাবে এবং বাজেটের অর্থ ক্ষতিগ্রস্ত হবে।
 
এসময় তিনি আরো বলেন, “উন্নত দেশে যেসব বৃহৎ জাতীয় বাজেট দেয় তার অধিকাংশই ঋন থেকে আসে। কিন্তু আমাদের মতো দেশ ঋন নিয়ে যদি সুষ্ঠু এবং যথাযথভাবে ব্যবহার করতে পারে তাহলে ঋনের প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়বে না।” সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “বাজেটের সঠিক বাস্তবায়ন না করলে বাজেট বৃদ্ধি করে কোন লাভ নেই। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো থেকে এক লক্ষ কোটি টাকা উধাও হলো কীভাবে? কারণ বাজেটের সঠিক বাস্তবায়ন হয়নি। আমার কথায় দেশের দুর্নীতি বন্ধ হবে না, রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে হবে। আমাদের বাজেট বাস্তবায়নের পদ্ধতিগুলো সংস্কার করতে হবে।

আ. দৈ. /কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে সম্পূরক শুল্ক ২০ শতাংশ করায় ড. ইউনূসের সরকারকে সাধুবাদ ফখরুলের
শাহবাগে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে জুলাই যোদ্ধাদের অপর গ্রুপ
আগারগাঁও-কারওয়ান বাজার ‘জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
রাজনৈতিক গোপন বৈঠকে অংশ গ্রহণ, মেজর সাদিকের বিচারে তদন্ত আদালত গঠন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
এবার ভারতীয় মিডিয়া ফাঁস করল ওবায়দুল কাদেরের কুকীর্তি
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝