সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি
ঘুষ ও দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 18 May, 2025, 2:47 PM  (ভিজিট : 102)

দুর্নীতি দমন কমিশনের  ( দুদক)  চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন,  ঘুষ ও দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে। তিনি বলেন, সমাজে  ঘুষ ও দুর্নীতি যত কমবে, বৈষম্যও তত কমবে। সমাজ থেকে ঘুষ ও দুর্নীতি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি ।

আজ রোববার (১৮ মে) মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই শ্লোগানকে সামনে রেখে দুদকের ১৭৫ তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। 

 মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে  দুদকের আজ দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দুদকের  কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হববিঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ  প্রমুখ। এছাড়াও দুদকের পদস্থ কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আজ রোববার গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,  দুর্নীতি, অর্থ আত্মসাৎ এর অভিযোগটি অনুসন্ধানে নেয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। এছাড়াও অন্যান্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, বলা হয় সারা দেশে দুর্নীতি দমনে দুদকের অফিস, জনবল বাড়াতে হবে এবিষয়ে বলতে চাই সমাজে দুর্নীতি যত কমবে দুদকের প্রয়োজনীয়তা কমবে। বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুস প্রদান করে থাকি,  সেটা বন্ধ করতে হবে।মৌলভীবাজারকে ঘুস-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা- সেবাগ্রহীতাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামীতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে প্রত্যাশা করেন।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাফিজ আহ্সান ফরিদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধে জয়লাভ  দুদকের একার পক্ষে সম্ভব নয়, এদেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে  ঘুস দেয়। সবাই মিলে চেষ্টা করলে  দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুস দিবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে মোবাইল নম্বর ০১৮৯৮৬১১৬৬০ থেকে মো. শামীম রেজা নামের ভুয়া পিএস বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মোবাইলে অর্থ দাবী করছেন। উক্ত প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।  একই সঙ্গে দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে এই প্রতারক কাউকে ফোন দিলে তাকে ধরে দুদকে অথবা পুলিশে সোপর্দ করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। দুদক চেয়ারম্যান এর ভুয়া পিএস এর বিরুদ্ধে দুদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। 

আ. দৈ./কাশেম 
 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝