গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ২৫ গ্রাম হেরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন;শিরিন সরদার (৪২), লিমা (৩৫), পায়েল (২৩), ফারজানা (২০), সালমা (২৫), মাহিমা (২৫), করুণা (৪১), মায়া (১৮) ও সাকিব হাসান (১৯)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
অভিযান প্রসঙ্গে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই দক্ষিণ আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।"
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ আরিচপুর এলাকায় মাদকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছিল। একাধিক এলাকাবাসী জানান, মাদকাসক্তদের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক অস্থিরতা বেড়ে গিয়েছিল। এ অবস্থায় পুলিশের অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
দক্ষিণ আরিচপুরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, "পুলিশের এ ধরনের অভিযান আরও ঘন ঘন হলে এলাকাটি মাদকমুক্ত হবে। মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে এমন কঠোর ব্যবস্থা জরুরি।"
উল্লেখ্য, গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালেও দক্ষিণ আরিচপুর একসময় মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি পুলিশ মাদকের বিরুদ্ধে সক্রিয় অভিযান জোরদার করায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।
আ. দৈ,/কাশেম